জব্দ করা টাকা লাখো-কোটি বেকারদের কর্মসংস্থানে ব্যয় করার প্রস্তাব রাশেদা রওনকের
প্রকাশ: ২০১৯-০৯-২১ ০৭:২৭:৫২ || আপডেট: ২০১৯-০৯-২১ ০৭:২৭:৫২

জানি, প্রস্তাবটি শুনতে খটকা লাগবে, তারপরও একটা বিষয় মাথায় ঘুরছে! এই অ’ভিযান গুলো হতে যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেগুলো লাখো-কোটি বেকার তরুণ, কৃষক, দিন মজুর সহ যারা জীবন সংগ্রামে দিন কাটাচ্ছে, উদ্যোক্তা হবার শর্তে তাদেরকে বৈধ প্রক্রিয়ায় দিয়ে দেয়া যায় কিনা!?কারণ এই টাকার হকদারতো তারাই! সাধারণের হক মেরে আজ তাদের এই সাম্রাজ্য! আহা মানুষ যদি জানতো, সুখ আসলে কিসে, তাহলে কি এমন করতো?!
যারা চিন্তা করছেন, কোটি টাকা কত টাকায় হয়, কখনো একসাথে দেখিনি বলে হা হুতাশ করছেন, তারা একবার ভাবেন, কি সুখে আছি আমরা, কি সুন্দর একটা জীবন আমাদের সাধারণের! ছয়জন বডি গার্ড নিয়ে ঘুমাতে যাওয়া, খেতে যাওয়া যার প্রয়োজন হয়, সেই লোকের তো আসলে আমার আপনার মতো স্বাধীন কোন জীবন নেই!
চাইলেই রিকশায় করে ঘুরে বেড়াতে পারেনা, টিএসসিতে বসে মরিচ চা, মাল্টা চা সহ ১০১ রকমের চা এর স্বাদ নিতে পারেনা| জীবনে আসলে তারাই সুখী, যাদের কোন লোভ নেই………।। কি বলেন, কথা ঠিক কিনা!?
লেখক:
সহকারী অধ্যাপক
নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(ফেসবুক থেকে সংগৃহীত)
যে কারণে ট্রাম্প প্যান্টের পেছন পকেটে ডলার রাখেন
মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে ওঠার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যান্টের পেছনের পকেটে ২০ ডলারের কয়েকটা নোট বের হয়ে থাকতে দেখা যায়।
ওই সময় তিনি ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রী টম ব্রেনার ছবিটি তোলেন। পরে ছবিটি ভাইরাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়ার মফেট ফেডারেল এয়ারফিল্ডে তিনি ওই ছবিটি তোলেন।
বুধবার রাতে ওয়াশিংটনে ফিরে আসার সময় ট্রাম্পকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এরপর ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি পকেটে ডলার রেখেছেন।
ট্রাম্প বলেন, আমি রেখেছি! আমি রেখেছি! কখনো ওয়ালেট ব্যবহার করেন না বলেও জানান তিনি।
ট্রাম্প আরো বলেন, আমি কখনোই ওয়ালেট ব্যবহার করি না। আমাকে অনেক দিন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় না। আমি হোটেলে টিপস দিতে পছন্দ করি।
আমি অল্প কিছু সঙ্গে নিয়ে যেতে পছন্দ করি। আমি বরাবরই হোটেলে টিপস দিতে চাই। আমি আপনাকে বলছি, সম্ভবত প্রেসিডেন্টরা সচরাচর এমন করেন না, কিন্তু আমি হোটেলে টিপস দিতে পছন্দ করি। ইত্যাদি ইত্যাদি।
তার পকেটে ডলার বের হয়ে থাকার ছবি তোলা হয়েছে জেনে তিনি সন্তুষ্ট হয়েছেন। ট্রাম্প বলেছেন, এটা ভালো ছবি। তিনি এ ধরনের ছবি পছন্দ করেন বলেও জানান।