অফিসে পাওয়া গেলো নগদ ১০ কোটি ও ২০০ কোটি টাকার চেক
প্রকাশ: ২০১৯-০৯-২০ ১৯:০৮:১৭ || আপডেট: ২০১৯-০৯-২০ ১৯:০৮:১৭

নগদ ১০ কোটি ও দুইশ’ কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিকেতনে শামিমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ অ’ভিযানে নেতৃত্ব দেন।
অ’ভিযানে অবৈধ অ’স্ত্র, ম্যাগজিন, স্বর্ণালংকার ও প্রচুর গু’লি উদ্ধার করা হয়েছে।শামীমকে নিকেতনের বাসা থেকে আ’টক করে তার জি কে বিল্ডার্স অফিসে অ’ভিযান চালানো হয়। জি কে বিল্ডার্সের চেয়ারম্যান জি কে শামীম একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদেও রয়েছেন। সবসময় সশ’স্ত্র দেহরক্ষীসহ চলাফেরা করে থাকেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, জি কে শামীমের বিরুদ্ধে বিভিন্ন অ’ভিযোগ রয়েছে। সেগুলোর ভিত্তিতেই অভিযান চলছে।
অন্যদিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বলেন, অ’ভিযান চলছে। এখন পর্যন্ত কতজন আ’টক হয়েছে তা বলা যাচ্ছে না। অ’ভিযান শেষে তা জানানো হবে।
রাজধানীতে ক্যাসিনো বিরোধী চলমান অভিযানের মধ্যেই জি কে বিল্ডার্সের চেয়ারম্যান এই যুবলীগ নেতার অফিসে অ’ভিযান চালানো হলো।
এর আগে বুধবার রাতে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রে’প্তার করে র্যাব। অবৈধ ক্যাসিনো চালানোর অ’ভিযোগে তাকে গ্রে’প্তার করা হয়েছে বলে র্যাব জানায়।