ভারতের সেই কুখ্যা’ত মা’ফিয়াকে গু’লি করে হ’ত্যা
প্রকাশ: ২০২০-০৭-১০ ১৫:৫৮:৫৪ || আপডেট: ২০২০-০৭-১০ ১৫:৫৮:৫৪

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খু’নে জ’ড়িত কু’খ্যা’ত মা’ফিয়া বিকাশ দুবেকে গু’লি করে হ’ত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশ থেকে গ্রে’ফতার করে কানপুরে নিয়ে আসার সময় শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রা’সকে গু’লি করে মা’রে পুলিশ
।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যে গাড়িতে করে কু’খ্যা’ত মা’ফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উ’ল্টে যায়। এসময় সেখান থেকে পা’লানোর চেষ্টা করে সে। সে সময়ই পুলিশের চালানো গু’লিতে নিহ’ত হয় ওই দু’ষ্কৃতকারী।
এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রে’ফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে ‘হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশপাশের রাজ্যগুলো অভি’যান চালাচ্ছিল পুলিশ।
গত শুক্রবার খু’ন, অপ’হরণসহ ৬০ মা’মলায় অ’ভিযু’ক্ত বিকাশ দুবেকে গ্রে’ফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে
বিশাল একটি পুলিশ দল অভি’যান চালায়। সে সময়ই পা’ল্টা আ’ক্রমণে করে ওই মাফিয়া। তার চালানো গু’লিতে নিহ’ত হয় ৮ পুলিশ কর্মী।