চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা রাজিবের মা
প্রকাশ: ২০২০-০৬-২৬ ১০:৫৬:০৭ || আপডেট: ২০২০-০৬-২৬ ১০:৫৬:০৭

মো.নাঈম হোসেন, পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের দাপুটে ও শক্তিমান অভিনেতা ছিলেন ওয়াসিমুল বারী রাজিব।
ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন ২০০৪ সালে। ছেলের মৃত্যুর প্রায় ষোল বছর পর মারা গেলেন মা।
চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা মরহুম ওয়াসিমুল বারী রাজিবের মা আলহাজ্ব মোসাঃ হাজেরা খাতুন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে দুমকির গ্রামীন ব্যাংক সড়কস্থ অভিনেতা রাজিবের বড় ছেলে ওয়াসিমুল বারী মাসুদের বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২০ বছর।
তিনি নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমার নামাজের জানাজা দুমকি গ্রামীন ব্যাংক সড়কে আজ বিকাল ৫ টায় এবং গাবতলী নিজ বাড়িতে বিকেল ৬ টায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।