আন্তর্জাতিক সম্মেলন করবে আইসিএবি
দক্ষিণ এশীয় দেশগুলোর হিসাব ও নিরীক্ষা পেশার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৫ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ভারত, শ্রীলঙ্ক, নেপালসহ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সদস্যদেশগুলো থেকে ৩০ জন প্রতিনিধি অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আইসিএবির সভাপতি শাহাদাৎ হোসেন।
সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন বলেন, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা প্রয়োজন। এই পরিস্থিতিতে পেশাদার হিসাববিদেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সে লক্ষ্যেই এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক যোগাযোগ—এ বিষয়ে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে আঞ্চলিক টেকসই প্রতিবেদন ও পরিবেশবান্ধব অর্থায়ন এবং আঞ্চলিক অর্থনীতির বর্তমান অবস্থা ও পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে।